Mandriva Linux ইনস্টলেশনের নির্দেশনা - ম্যানড্রেকলিনাক্স 2007 প্রয়োজনীয় কনফিগারেশন * পেন্টিয়াম অথবা সমমানের প্রসেসর * সিডি-রম ড্রাইভ * সর্বনিম্ন ৩২ এমবি রেম, ৬৪ এমবি পরামর্শ দেয়া যাচ্ছে ম্যানড্রেকলিনাক্স ইনস্টলেশন বেশিরভাগ ক্ষেত্রেই, আপনার ইনস্টলেশন সিডিটি সিডি-রম ড্রাইভে রেখে মেশিন পুনরায় চালু করার মতই সহজ। অনুগ্রহকরে পয়েন্ট ১ দেখুন। লক্ষ্য করুন: * আপনি যদি 7.x, 8.x or 9.x ভার্সনের ম্যানড্রেকলিনাক্স থেকে আপগ্রেড করেন, তাহলে আপনার সিস্টেম ব্যাকআপ করতে ভূলবেননা। * আগের ভার্সন থেকে (৭.০-এর আগে) আপগ্রেড সামর্থন করবেনা। এই ক্ষেত্রে আপনাকে পরিস্কার ইনস্টলেশন চালাতে হবে, আপগ্রেড না। ============================================================================ নীচে ম্যানড্রেকলিনাক্স ইনস্টলের বিভিন্ন উপায় তালিকাবদ্ধ করা রয়েছে: ১. সরাসরি সিডি থেকে বুট করুন ২. উইন্ডোজের মাধ্যমে একটি বুট ফ্লপি তৈরী করো ৩. ইনস্টলেশনের অন্যান্য উপায় ============================================================================ ১. সরাসরি সিডি থেকে বুট করুন এই ইনস্টলেশন সিডিরমটি বুট করা যায়। এজন্য অধিকাংশ ক্ষেত্রেই, সিডি'কে ড্রাইভে ঢুকিয়ে কম্পিউটার রিবুট করাই যথেষ্ট। এরপর পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন: ইনস্টলেশন আরম্ভ করার জন্য [এন্টার] চাপুন, অথবা আরো সাহায্যের জন্য [F1] চাপুন। লক্ষ্য করুন: কিছু ল্যাপটপ (বহনযোগ্য কম্পিউটার) হয়তো সিডি থেকে বুট করতে সক্ষম হবে না। এ অবস্থায় একটি বুট ফ্লপি তৈরি করুন। বিস্তারিত জানার জন্য পয়েন্ট ২ পড়ুন। ============================================================================ ২. উইন্ডোজের মাধ্যমে একটি বুট ফ্লপি তৈরী করো আপনার কমপিউটার যদি সিডি-রম থেকে বুট করতে না পারে, তাহলে আপনাকে অবশ্যই নিম্নোক্ত পদ্ধতিতে উইন্ডোজের মাধ্যমে একটি বুট ফ্লপি তৈরী করতে হবে: * ড্রাইভে সিডিরম ঢোকান, "আমার কম্পিউটার" আইকন খুলুন, সিডিরম ড্রাইভের ওপর মাউসের ডান বাটন ক্লিক করুন এবং তারপর "খোলো" বেছে নিন। * "dosutils" ডিরেক্টরিতে যান এবং "rawwritewin" আইকনে ডাবলক্লিক করুন * ফ্লপি ড্রাইভে একটি ফাঁকা ফ্লপি প্রবেশ করান * "D:\images\cdrom.img" নির্বাচন করুন "ইমেজের মধ্যে ফাইল" ফিল্ডে (বলা যাচ্ছে যে আপনার সিডি-রম ড্রাইভটি "D:", অথবা প্রয়োজনে "D:" -এ পরিবর্তন করুন) * "ফ্লপি ড্রাইভ"-এর ঘরে "A:" বেছে নিন ও তারপর "স্থানান্তর" ক্লিক করুন। ইনস্টলেশন শুরু করতে হলে: * সিডিটি সিডি-রম ড্রাইভে প্রবেশ করান এবং বুট ফ্লপিও প্রবেশ করান, তারপর * কম্পিউটার পুনরায় চালু করুন ============================================================================ ৩. ইনস্টলেশনের অন্যান্য উপায় কোন কারণে যদি পূর্বের পদ্ধতিটি আপনার প্রয়োজন মেটাতে না পারে (নেটওয়ার্ক, পি.সি.এম.সি.আই.এ. ডিভাইস বা  ... থেকে ইনস্টলেশনের ক্ষেত্রে), তবে আপনাকে একটি বুট ফ্লপি তৈরি করতে হবে: * লিনাক্স এর (অথবা অন্য আধুনিক ইউনিক্স সিস্টেম সমুহের) প্রম্পট এ টাইপ করুন: $ dd if=xxxxx.img of=/dev/fd0 * উইন্ডোস ব্যবহারের সময় দ্বিতীয় পয়েন্টে বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন, তবে cdrom.img-এর পরিবর্তে xxxxx.img (নিচে দেখুন) ব্যবহার করুন। * ডস এ, আশা করছি D: হচ্ছে আপনার সিডি-ড্রাইভ, টাইপ করুন: D:\> dosutils\rawrite.exe -f install\images\xxxxx.img -d A এখানে বুট ইমেজসমূহের তালিকা: +-----------------+------------------------------------------------------+ | cdrom.img | সিডি-রম থেকে ইনস্টল | +-----------------+------------------------------------------------------+ | hd_grub.img | হার্ড-ডিস্ক থেকে ইনস্টল করুন (লিনাক্স, উইন্ডোস, বা | | | রেইসারএফএস ফাইল সিস্টেম থেকে) | | | আপনি এটাকে আপনার সিস্টেমের জন্য এখান থেকে কনফিগার | | | করতে পারেন: | | | http://qa.mandriva.com/hd_grub.cgi | +-----------------+------------------------------------------------------+ | network.img | ftp/nfs/http থেকে ইনস্টল | | | লক্ষ্য করুন: যখন প্রমপ্ট করা হবে তখন আপনাকে ফ্লপি | | | ড্রাইভে network_drivers.img প্রবেশ করাতে হবে | +-----------------+------------------------------------------------------+ | pcmcia.img | PCMCIA ডিভাইস থেকে ইনস্টলেশন (সাবধান, বেশিরভাগ | | | PCMCIA নেটওয়ার্ক এখন network.img থেকে সরাসরি | | | সাপোর্ট করে) | +-----------------+------------------------------------------------------+ আপনি boot.iso-কে সিডিরম-এ লিখে তা থেকেও বুট করতে পারেন। এটি সকল ধরনের ইনস্টলেশন পদ্ধতিই সমর্থন করে - সিডিরম, নেটওয়ার্ক, এবং হার্ড-ডিস্ক। ============================================================================ কোন কারণে যদি ডিফল্ট গ্রাফিকাল ইনস্টলেশন পদ্ধতিতে সমস্যা দেখা দেয়, তবে আপনি টেক্সট মোড ইনস্টলেশনেরও আশ্রয় নিতে পারেন। টেক্সট মোড ব্যবহার করতে হলে ম্যানড্রেকলিনাক্স-এর স্বাগত পর্দায় থাকা অবস্থায় [F1] চাপুন ও তারপর প্রম্পট-এ text লিখুন। যদি আপনার আগের ম্যানড্রেকলিনাক্স সিস্টেম উদ্ধার করতে চান, আপনার ইনস্টলেশন সিডি-রম (অথবা প্রাসঙ্গিক বুট ফ্লপি) প্রবেশ করান, ম্যানড্রেকলিনাক্সের স্বাগতম স্ক্রীনে [F1] চাপুন এবং চাইলে rescue টাইপ করুন। আরও প্রযুক্তিগত তথ্যের জন্য http://www.mandrivalinux.com/drakx/README দেখুন। ============================================================================ নীচে মূল ইনস্টলের ধাপ রয়েছে: 1. আপনার ইনস্টলেশন সিডি-রম (অথবা প্রয়োজন হলে ইনস্টলেশন ফ্লপি) প্রবেশ করান এবং আপনার মেশিন পুনরায় চালু করুন। 2. ম্যানড্রেকলিনাক্স স্বাগতম স্ক্রিন আসলে [Enter] চাপুন এবং সাবধানতার সাথে নির্দেশাবলী অনুসরণ করুন। 3. ইনস্টলেশন শেষ হবার পরে সিডি-রম বের হয়ে গেলে সেটা সরিয়ে নিন (এবং ফ্লপি ড্রাইভে কোন ডিস্ক থাকলে সেটা বের করে নিন); আপনার কম্পিউটার পুনরায় চালু হবে। যদি না হয়, তাহলে নিজে পুনরায় চালু করে নিন। 4. ম্যানড্রেকলিনাক্স শুরু হবে। ইনস্টল করার সময় আপনি যে একাউন্ট তৈরী করেছেন অথবা "root" হিসেবে, চালু করার পরে লগ-ইন করতে পারবেন। বিশেষ করে লক্ষ্য করুন: "root" একাউন্টটি আপনার লিনাক্স সিন্টেমে আপনাকে অবাধ বিচরণ দেয়। কনফিগার বা এডমিনিন্ট্রেশন ছাড়া এটি ব্যবহার করবেন না। নিত্য ব্যবহারের জন্য সাধারণ ইউজার একাউন্ট ব্যবহার করুন যেগুলি "userdrake" টুলের সাহায্যে কনফিগার করতে পারবেন, অথবা "adduser" এবং "passwd" কমান্ডের সাথে। ম্যানড্রেকলিনাক্সের সাথে সৌভাগ্য কামনা করছি! ============================================================================ বাড়তি সাপোর্টের জন্য, নীচে দেখুন: * ই-সাপোর্ট http://www.mandrivaexpert.com/ -এ * ম্যানড্রেকলিনাক্সের Errata http://www.mandrivalinux.com/en/errata.php3 -এ * ম্যানড্রেকলিনাক্সের সিকিউরিটি বিজ্ঞাপনসমূহ http://www.mandriva.com/security/advisories/ -এ * অনলাইন ডকুমেন্টেশন http://www.mandrivalinux.com/en/fdoc.php3 -এ * http://club.mandriva.com -এর ম্যানড্রেকক্লাব অনলাইন Discussion ফোরামসমূহ পড়ুন এবং যোগদিন * http://www.mandrivalinux.com/en/flists.php3 -এ মেইলিং লিস্টসমূহে যোগ দিন * http://marc.theaimsgroup.com/ -এ সহজভাবে খোঁজ করার মত মেইলিং লিস্ট আর্কাইভ * ইন্টারনেটে গুগ‌লি ব্যবহার করে লিনাক্সের জন্য খোঁজ করো http://www.google.com/linux * http://groups.google.com/groups?group=comp -এ গুগলি গ্রুপ ব্যবহার করে Usenet গ্রুপসমূহের খোঁজ করো ============================================================================