Mandriva Linux ============= ============================================================================ এই সিডি-রমের কন্টেন্টসমূহ কপিরাইট (ক) ২০০৩,২০০৪,২০০৫ মেনড্রেকসফ্‌ট এস.এ. (Mandriva S.A.) এবং অন্যান্য। বিতরণের নিয়মের জন্য অনুগ্রহ করে প্রতিটি প্যাকেজ সোর্সের সাথে আলাদাভাবে আসা কপিরাইট নোটিশ দেখুন। ম্যানড্রেকসফ্‌ট টুলসমূহের বিতরণের নিয়ম COPYING ফাইলের মধ্যে লিপিবদ্ধ আছে। Mandriva Linux (ম্যানড্রেকলিনাক্স) এবং এর লোগোসমূহ ম্যানড্রেকসফ্‌ট এস.এ. এর ট্রেডমার্ক ============================================================================ ১. ডিরেক্টরি গঠন এই ডিরেক্টরিটি নীচের মত করে সাজানো আছে: |--> media/ | |--> main/ মূল বাইনারী প্যাকেজসমূহ | |--> contrib/ contrib বাইনারী প্যাকেজসমূহ | `--> media_info/ প্যাকেজসমূহের মেটা ডাটা |--> install/ | |--> extra/ ইনস্টলেশনের বিজ্ঞাপন চিত্রাবলী | |--> images/ বুট ইমেজ | `--> stage2/ ইনস্টলেশনের ramdisk ইমেজসমূহ | `--> live/ প্রেগ্রাম ফাইলসমূহের ইনস্টলেশন |--> isolinux/ isolinux বুট ইমেজ |--> doc/ বিভিন্ন ভাষায় সাহায্যকারী ফাইলসমূহ ইনস্টলেশন |--> dosutils/ DOS-এর জন্য উইটিলিটি ইনস্টলেশন |--> misc/ সোর্স ফাইলসমূহ, ট্রি সমূহ ইনস্টল |--> VERSION বর্তমান ভার্সন নম্বর |--> COPYING কপিরাইট তথ্য |--> INSTALL.txt ইনস্টলেশনের নির্দেশনা `--> README.txt এই ফাইলটি টেক্সট মোডে আপনি একটি পার্টিশনকে অথবা NFS ভলিউমকে মিরর করছেন, ইনস্টল সংক্রান্ত সমস্ত ফাইল আপনাকে "install/" এর মধ্যে রাখতে হবে, এবং প্যাকেজের জন্য "media/" এর মধ্যে এবং isolinux ইমেজসমূহ "isolinux/" -এ রাখতে হবে। ============================================================================ ২. ইনস্টল করা হচ্ছে INSTALL.txt ফাইলটি দেখুন। জরুরী সামঞ্জস্য মূলক বিজ্ঞপ্তি: ম্যানড্রেকলিনাক্সকে পেন্টিয়াম-শ্রেণীর (Pentium(tm) ও কম্প্যাটিবল, এ.এম.ডি. অ্যাথলন, পেন্টিয়াম ফোর...) সি.পি.ইউ.-এ সর্বোচ্চ গতিতে চলার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, ফলে এটি পুরনো i386 ও i486 প্রসেসরভিত্তিক কম্পিউটারে চলবে না। ============================================================================ ৩. সোর্স সমূহ ম্যানড্রেকলিনাক্সে উল্লেখিত সমস্ত প্যাকেজসমূহ সোর্স সিডিতে তাঁদের সোর্স সহ আসে (পাওয়ারপ্যাক এডিশন)। আপনি সমস্ত সোর্সগুলি আমাদের FTP সার্ভার থেকে ডাউনলোড করতে পারেন। আপনার সুবিধামত কোন ইন্টারনেট ব্যবহার না থাকলে, ম্যানড্রেকলিনাক্স আপনাকে নাম মাত্র ফি-এর বিনিময়ে সোর্স আর্কাইভ পাঠাতে পারে। ============================================================================ ৪. সাপোর্ট যাদের ওয়েব ব্যবহারের সুযোগ আছে, তাঁরা দেখুন: * http://www.mandriva.com/support বিশেষ ক্ষেত্রে, আমাদের মেইলিং লিস্ট ব্যবহার করুন এখান থেকে: * http://www.mandrivalinux.com/en/flists.php3 আপনার ওয়েব ব্যাবহারের সুযোগ না থাকলেও আমাদের মূল মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করতে পারবেন। সাবস্ক্রাইব করার জন্য sympa@mandrivalinux.com -এ একটি মেইল পাঠান, যার বডিতে "subscribe newbie" থাকবে। ============================================================================ আপনি যদি এই পণ্যের সাথে কোন ডকুমেন্টেশন না পেয়ে থাকেন, তাহলে ম্যানড্রেকলিনাক্স পাওয়ার প্যাক অর্ডার করতে পারেন (কিছু ম্যানড্রেকলিনাক্স সিডি + ইনস্টলেশন & ব্যবহার বিধি + ইনস্টলেশন সাপোর্ট!) আমাদের অনলাইন দোকান থেকে: * http://www.mandrivastore.com/ ============================================================================ ৫. যোগাযোগ ম্যানড্রেকসফ্‌টকে এখানে পাওয়া যাবে: * http://www.mandriva.com/company/contact